শেরপুর প্রতিনিধি:শেরপুরে ৪৪ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ফাইনাল খেলা ৩১ আগস্ট সোমবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফুটবলের ফাইনালে ঝিনাইগাতীর মরিয়মনগর আদিবাসী উচ্চ বিদ্যালয় একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে নালিতাবাড়ীর নন্নী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিল। মেয়েদের ফুটবলে নালিতাবাড়ীর আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে সদরের আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের হ্যান্ডবলে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী চ্যাম্পিয়ন হয়। মেয়েদের হ্যান্ডবলে নকলার গৌরদ্বার উচ্চ বিদ্যালয় সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের কাবাডিতে সদরের ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসা চ্যাম্পিয়ন ও শ্রীবরদীর ঝগড়ার চর উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে। মেয়েদের কাবাডিতে সদরের আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শ্রীবরদীর রাণীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। এছাড়াও সাঁতারের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় জেলা শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, ডিএসএ সাধারন সম্পাদক নাজিমুল হক, ডিএফএ সম্পাদক মানিক দত্ত সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস গ্রীষ্মকালীণ তিনদিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।

(এইচবি/এসসি/আগস্ট৩১,২০১৫)