সাতক্ষীরা প্রতিনিধি :পুলিশ একটি পাটখেত থেকে হাত পা বাধা অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

যুগিপুকর গ্রামের আব্দুল হাকিম মোড়ল জানান. মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি নিজের জমিতে পাট কাটতে যান। এসময় তিনি খেতের মধ্যে একটি লাশ দেখতে পান। লাশটির পরনে লুঙ্গি , দু’ হাত ও দু’ পা দড়ি দিয়ে বাঁধা ছিল। ডান হাতে জামার হাতা পরানো ছিল । জামার বাকি অংশ লাশের গলায় পেচানো ছিল। পরিচয় না জানার জন্য লাশের মুখ মণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ কোন রাসায়নিক পদার্থ লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশটি পাঁচত শুরু করেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দু’ থেকে তিন দিন আগে তাকে অন্য জায়গা থেকে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


(আরএনকে/এসসি/সেপ্টেম্বর০১,২০১৫)