গাইবান্ধা প্রতিনিধি :গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ । বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে। বিক্ষোভ মিছিল শেষে বাসদ (মার্কসবাদী) জেলা কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,বাসদ (মাকর্সবাদী) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আহসানুল হাবিব সাঈদ,সদস্য সচিব মনজুর আলম মিঠু,কৃষকনেতা জাহিদুল ইসলাম,মাহবুবুর রহমান খোকা,মুজাহিদুল ইসলাম রুনু প্রমুখ।

বক্তারা বলেন,আন্তর্জাতিক বাজারে যখন গ্যাস-বিদ্যুতের মূল্য কম সেইসময়ে সরকার গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণের গলাকাটার সিদ্ধান্ত নিয়েছেন। অবিলম্বে তারা গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

(ওএস/এসসি/সেপ্টেম্বর০১,২০১৫)