মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ও দায়রা জজের বাসায় কর্মরত এমএলএসএস (পিওন) সেলিনা খাতুন (৩৫)-এর মুখমন্ডল অ্যাসিড মেরে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯টার দিকে জেলা ও দায়রা জজ মাহফুজা বেগমের সরকারি বাস ভবনের সামনে এ অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। দগ্ধ সেলিনাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতার করেছে।

সেলিনা খাতুন জানান, রাত ৯টার দিকে তিনি কাজ সেরে জজ সাহেবের বাসা থেকে বের হওয়ার পরপরই তিন যুবক তার শরীরের অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এদের মধ্যে তিনি শহরের পারলা এলাকার সেলিম ও জাভেদ নামে দুই জনকে চিনতে পেরেছেন।

সেলিনার স্বামী শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়ার বাসিন্দা আমিরুল ইসলাম জানান, সেলিনা তার দ্বিতীয় স্ত্রী। বৈবাহিক ঘটনার বিরোধ নিয়ে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রী চম্পা বেগমের মামতো ভাই সেলিম ও জাভেদ দীর্ঘদিন ধরে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। যার এক পর্যায়ে তারা সেলিনার উপর এই অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুক্তাদির রহমান জানান, অ্যাসিডে সেলিনা খাতুনের কপাল, ও মুখমন্ডলের বাম পাসহ শরীরের একাধিক স্থান ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, অ্যাসিড নিক্ষেপের স্বীকার সেলিনার অভিযোগের ভিত্তিতে ঘটনার পরপরই শহরের পারলা গ্রামের বাবু মিয়ার ছেলে সেলিম, রবে মিয়ার ছেলে জাভেদ ও সেলিনার সতিন চম্পাকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

(ডিসি/এলপিবি/সেপ্টেম্বর ১, ২০১৫)