নাটোর প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর ও অশ্লীল মন্তব্যকারীর ফাঁসির দাবিতে শুক্রবার নাটোরে মুসল্লীরা বিক্ষোভ-সমাবেশ করে।

জুম্মা নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করে।

এক সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মনিরুজ্জামান,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আমেল খান চৌধুরী,কারবালা জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম,লক্ষিপুর খোলাবাড়িয়া জামে মসজিদের ইমাম মজিবর রহমান ভুইঁয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান কালু প্রমুখ। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, গত ২১ মে জয় সরকার নামে শহরতলীর হয়বতপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্র মহানবী (সাঃ) সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ রাতেই ওই ছাত্রকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

(এমআর/এটিআর/মে ২৩, ২০১৪)