নড়াইল প্রতিনিধি: নড়াইলে সাংবাদিকদের তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, পিআইবি’র রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন মিডিয়ার ৩৫ সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

আগামী ৪ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহ আলমগীর।

(টিএআর/এলপিবি/সেপ্টেম্বর ২, ২০১৫)