নওগাঁ প্রতিনিধি :নওগাঁ  কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় ২১দিন ব্যাপী উপজেলা পর্যায়ে রান্না বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের পুরনো কালেক্টরেট চত্বরে মহিলা ক্লাবে প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন, নওগাঁ জেলা প্রশাসক পতœী ও মহিলা ক্লাবের সভানেত্রী নাসরীন বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আকতার, জেলা ভূমি কর্মকর্তা শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) পতœী অলিভা খাতুন, ম্যাজিষ্ট্রেট সানজিদা ও সঞ্চিতা কর্মকার, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পতœী নাহিদ আফরোজ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, প্রশিক্ষক লিপি সাহা প্রমূখ। প্রশিক্ষণে সদর উপজেলার ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। উদ্বোধনী দিনে নমুনা স্বরূপ একটি ফ্রুট কেক তৈরী করে দেখানো হয়।

(বিএম/এসসি/সেপ্টেম্বর০২,২০১৫)