পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:পীরগঞ্জের এক ইউনিয়নে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ‘ইনটেনসিভ ভিজিট’এ এসে গৃহীত প্রকল্পগুলো পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ ও অর্থ লুটপাটের অভিযোগ করেছে।

গতকাল বুধবার উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ওই পরিদর্শন করা হয়। প্রতিনিধি দলে রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম মিথি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাজেদা বেগম ও ইউপিজিপি’র প্রোগ্রাম অফিসার আজিজুল হক ছিলেন।

ইউনিয়নটিতে এলজিএসপি ১ লাখ ২০ হাজার টাকা, ১ শতাংশ ভুমি উন্নয়ন করের ৩ লাখ ৮০ হাজার টাকা, সরকারী টি.আরসহ বিভিন্ন বরাদ্দে গৃহীত প্রকল্পসমুহ প্রতিনিধি দলটি পরিদর্শন করে। ইউপি চত্বরে ৯ মে.টন টিআর বরাদ্দে মাটি কাটা প্রকল্পে ভুমি উন্নয়ন করের টাকায়ও মাটি কাটা দেখানো হয়েছে। অপরদিকে ইউপি কার্যালয়ে রং করা প্রকল্প নেয়া হলেও কাজ না করেই টাকা উত্তোলন করা হয়েছে।

সুত্র জানায়, যেসব প্রকল্প গ্রহন করা হয়েছে, সেগুলো জনকল্যানে নয়। কয়েকটি প্রকল্প পরিদর্শনের সময় অর্থ লুটপাটের অভিযোগ করে ওই ইউপি’র সচিব শফিকুল ইসলামকে তিরষ্কার করা হয়। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল বলেন- চৈত্রকোল ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অসুস্থ। তার পুত্র মঞ্জুর হোসেন মন্ডল এবং ইউপি সচিব শফিকুল ইসলাম যৌথভাবে চেয়ারম্যানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়াও টিআর বরাদ্দে ইউনিয়ন পরিষদের মাঠে মাটি কাটা হলেও সেই প্রকল্পেই ভুমি উন্নয়ন করের টাকায় মাটি কাটা দেখানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন বলেন- অধিকাংশ প্রকল্প জনকল্যানে গ্রহন না করে অর্থ উত্তোলন করে লুটপাট করা হয়েছে। কয়েকটি বিষয়ে ইউনিয়নটির চেয়ারম্যানকে শোকজ করা হবে।

উল্লেখ্য, ইউনিয়নটির চেয়ারম্যান নওয়াব আলী মন্ডল দীর্ঘদিন ধরে বার্ধক্যতাজনিত ও জটিল রোগে আক্রান্ত হয়ে অচল হয়ে আছেন। তিনি অফিস না করলেও অফিসিয়াল যাবতীয় কাজ সম্পন্ন হয়ে যায়।


(জিকেবি/এসসি/সেপ্টেম্বর০২,২০১৫)