জকিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জের গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার দূর্নীতিবাজ শিক্ষকদের অপসারন, ক্যাম্পাস রাজনীতি মুক্ত, অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে গঙ্গাজল নাগরিক পরিষদের উদ্দ্যেগে আলিফ কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গঙ্গাজল নাগরিক পরিষদের সভাপতি মোস্তকিন আলীর সভাপতিত্বে ও কামরুল ইসলাম কমরুর পরিচালনায় প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক পরিষদের উপদেষ্ঠা আলহাজ্ব ফরিদ উদ্দিন।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, সুলতানপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার মেম্বার, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, উপজেলা সেচ্চাসেবকলীগ আহবায়ক মখলিছুর রহমান মেখন, উপজেলা শ্রমিকলীগ সহ সভাপতি শাহারিয়ার হক, ইউপি জাপা সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সাবেক ইউপি সদস্য আয়াতুল্লাহ, সমাজসেবী খলিলুর রহমান খলু, আবুল কালাম কালন, নজমুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদ্রাসার কতিপয় শিক্ষক নিয়মিত পাঠদান না করে শিক্ষার্থীদের দিয়ে রাজনীতি করেন। মাদ্রাসার সম্পদ অনুমতি ছাড়া গোপনে নিলামে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠে। র্দীঘদিন থেকে একটি এডহক কমিটি দিয়ে মাদ্রাসা পরিচালনা হলেও মাদ্রাসায় শৃংখলা নেই। সভায় বক্তারা মাদ্রাসার কতিপয় দূর্নীতিবাজ শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহবান জানান।

সভার শুরু পবিত্র কেরাত তেলায়ত করেন সুমন আহমদ।এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানের সাথে ০১৭১৫৩৮৮৮১৩ নাম্বারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন এসব অভিযোগ সত্য নয়। তা উদ্দেশ্য প্রণদিতভাবে করা হয়েছে। সম্পূর্ণ দূর্নীতি মুক্ত পরিবেশে পাঠদান দেয়া হয়।

(এসকেপি/এসসি/সেপ্টেম্বর ০২,২০১৫)