মদন (নেত্রকোণা) সংবাদদাতা : বাসস্ট্যান্ড সংলগ্ন টেম্পু স্ট্যান্ড স্থাপন না করায় মদন পৌর বাস টার্মিনালের শ্রমিকগণ পুরাতন বাসস্ট্যান্ডের সড়কে বাস দাঁড় করিয়ে প্রতিবাদ জানাচ্ছেন দীর্ঘ ১৫দিন ধরে। এতে যাত্রী সাধারন নানা দুর্ভোগ পোহাচ্ছে।

জানা যায়, পৌর বাস টার্মিনাল গত ১২ আগষ্ট,২০১৪ উদ্বোধনের পর হাসপাতালের সামনের সড়কে অটোস্ট্যান্ড গড়ে উঠে। এতে অধিকাংশ বাসযাত্রী সিএনজি ও অটোতে নেত্রকোনা ও অন্যান্য স্থানে গমন করায় বাসযাত্রীর সংখ্যা কমে যায়। এতে শ্রমিকরা বাসস্ট্যান্ড সংলগ্ন অটো ও সিএনজি স্ট্যান্ড গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসনের কাছে মৌখিকভাবে জানানোর দীর্ঘদিনও কার্যকর ব্যবস্থা গ্রহন না করায় তারা রাস্তায় বাস দাড় করিয়ে এর প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে বলে বাস চালক তমজিদ জানায়। এতে প্রতিদিনই শিক্ষার্থীসহ পথচারীরা বিড়ম্বনার শিকার হচ্ছে। গত ৩০ আগষ্ট মাসিক আইন শৃংখলা সভায় সড়কের উপর বাস দাড় করানোর বিষয়টি নিষ্পত্তির জন্য উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজন সদস্য ব্যাপক আলোচনা করেন। কিন্তু কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক ভূঁইয়া জানান, এ টার্মিনালে বিশুদ্ধ পানির সংকটসহ গাড়িপাকিং এর কিছু অংশ ডেবে যাওয়ায় এবং বাসস্ট্যান্ড স্থানান্তর করলেও অটোস্ট্যান্ড স্থানান্তর না করায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়ায় শ্রমিকরা এ প্রতিবাদ জানাচ্ছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে।

এ ব্যাপারে পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক জানান, শ্রমিকরা আমার কাছে কিছু না জানিয়েই রাস্তায় গাড়ি দাড় করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। তাদের সমস্যা অচিরেই সমাধান করা হবে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এম, এ হারেছ জানান, বুধবার ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শ্রমিক নেতাদের ডেকে এনে শুক্রবারের মধ্যে পৌর বাসস্ট্যান্ডে বাস স্থানান্তর করার জন্য বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে বাস স্থানান্তরে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


(এএমএ/এসসি/সেপ্টেম্বর০৩,২০১৫)