গাইবান্ধা প্রতিনিধি : অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধা জেলার ফুলছড়ি-সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র নদীতে বিলীন হওয়া বাড়ী-ঘর পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম।

তিনি বৃহস্পতিবার নৌকা যোগে এ দুই উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যা কবলিত পরিবারদের খোঁজ-খবর নেন।

বন্যা কবলিত মানুষের উদ্দেশ্যে বলেন, চরাঞ্চলে নৌ ডাকাতি, ছিনতাই, মাদকপাচার, অপহরণ, ধর্ষণ, চোরাচালান, চাঁদাবাজি এসব কর্মকান্ড যেন না হয় সেজন্য পুলিশ বাহিনীকে সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন এবং বন্যা কবলিত এলাকার মানুষ হাট-বাজার, যানমাল রক্ষাসহ নিরাপদে পথ চলতে পারে। এ সময় তার সঙ্গে ছিলেন ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। ছবি সংযুক্ত

(আরআই/এসসি/সেপ্টেম্বর০৩,২০১৫)