কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :দশম শ্রেনীর মাদ্রাসা ছাত্রী তানিয়া ইসলাম নদী (১৫) অপহরনের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপহৃত ছাত্রীর পিতা মো. আইয়ুব আলী আকন বৃহস্পতিবার শহিদুল ইসলামকে প্রধান আসামী করে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। গত ৩০ আগষ্ট বিকালে কোচিং ক্লাস থেকে বাসায় ফেরার পথে তাকে মোটরসাইকেলে তানিয়াকে অপহরন করে বলে মামলা উল্লেখ করেন।

মামলা সূত্রে জানাযায়, কলাপাড়ার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর আলিম মাদ্রাসার ছাত্রী তানিয়া প্রতিদিনের মতো ৩০ আগষ্ট বিকালে কোচিং শেষে বাসায় ফিরছিলো। পথিমধ্যে আগে থেকে দুটি মোটরসাইকেলে নিয়ে অবস্থান নেয়া একই ইউনিয়নের মেয়াজ্জেমপুর গ্রামের শহিদুল ইসলাম ও তার সহযোগীরা তাকে জোড়পূর্বক মোটরসাইকেলে তুলে অপহরন করে নিয়ে যায়।

এ ব্যাপারে কলাপাড়া থানার এসআই মো. নুরুল ইসলাম বাদল সাংবাদিকদের জানান, মামলা তদন্ত করে আসামীদের গ্রেফতার ও অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

(এমকেআর/এসসি/সেপ্টেম্বর০৩,২০১৫)