নওগাঁ প্রতিনিধি :বৃহস্পতিবার সকালে নওগাঁয় মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার পাতনা গ্রামে আফসানা (১৩) নামে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র জানান, মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের পাতনা গ্রামের রায়হানের মেয়ে ও হাটচকগৌরী উচ্চ-বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী আফসানা (১৩) বুধবার সন্ধ্যা ৭ টারদিকে তার নিজ শয়ন কক্ষে লেখাপড়া করতে বসে। রাত ৯ টার দিকে ভাত খাওয়ার জন্য আফসানাকে ডেকে কোন সারা না পেয়ে তার পিতা-মাতা ঘরে গিয়ে ঘরের তীরের সঙ্গে ওড়না পেচানো আফসানার মৃতদেহ ঝুলে থাকতে দেখতে পায়।

বৃহস্পতিবার সকালে নওহাটা ফাঁড়ি পুলিশ ঘঁটনাস্থল থেকে স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে।


(বিএম/এসসি/সেপ্টেম্বর০৩,২০১৫)