সাতক্ষীরা প্রতিনিধি : ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বদ্দিপুর নতুন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম ইসমাইল দফাদার (৬৫)। তিনি কলারোয়া উপজেলার বামনখালি গ্রামের স্বরুপ দফাদারের ছেলে।

মৃতের স্বজনরা জানান, কলারোয়া সদর থেকে ডাক্তার দেখিয়ে শুক্রবার দুপুরে সাইকেলে বাড়ি ফিরছিলেন ইসমাইল দফাদার। দুপুর একটার দিকে তিনি বদ্দিপুর নতুন মসজিদের সামনে এস পৌঁছালে সরসকাটি থেকে কলারোয়াগামি একটি যাত্রীবাহি ইঞ্জিনচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার জন্য এম্বুলেন্সে তোলার পরপরই তার মুত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোঃ মাসুদ করিম দুর্ঘটনায় ইসমাইল সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


(আরএনকে/এসসি/সেপ্টেম্বর,২০১৫)