রাজশাহী প্রতিনিধি : নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ও বাস মালিকদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। আর এ কারণে শনিবার সকাল থেকে রাজশাহী-ঢাকা রুটে  বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া রবিবার সকাল ৬টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের কথা রয়েছে।

সকাল থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। নাটোরের ওপারে ঢাকা ছেড়ে আসা বেশ কিছু নৈশকোচ আটকা পড়েছে। এ ঘটনায় দুই জেলার শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। কখন এ সমস্যার সমাধান হবে তা বলতে পারছেন না শ্রমিক নেতারা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক বিষয়ক সম্পাদক আলীমুদ্দিন আলী জানান, নাটোর জেলায় সম্প্রতি আসিফ পরিবহন নামে দু’টি বাস সার্ভিস চালু করেছে স্থানীয় ইয়াহিয়া চৌধুরী নামে এক ব্যবসায়ী। তিনি বাস দু’টি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে সরাসরি ঢাকা পর্যন্ত চালানোর দাবি জানান শ্রমিক নেতাদের কাছে।

কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নেতারা আসছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের আগ পর্যন্ত বাস দু’টি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ঢাকা পর্যন্ত চলাচলের কথা বলেন।

কিন্তু একথা না শুনে নাটোর মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা ইয়াহিয়া চৌধুরীর পক্ষ নিয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ থেকে এস ট্রাভেল, শ্যামলী, রজনীগন্ধা কাউন্টারে তালা লাগিয়ে দেয়। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সমস্যা সমাধানের জন্য চেষ্টা চলছে, সমাধান হয়ে গেলে বাস চলাচল শুরু হবে। তিনি আরো বলেন, এটি কোনো ধর্মঘট নয়।

(ওএস/জেএ/মে ২৪, ২০১৪)