লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায়  জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা, নাম সংকীর্তন, গীতাপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে উপজেলার লক্ষীপাশার শ্রী শ্রী সিদ্ধেরশ্ব^রী কালিমাতা মন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নাট মন্দির প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল, অজয় কান্তি মজুমদার, অরবিন্দু আচার্য, এ্যাডঃ অশোক বিশ্বাস, দীপক সাহা,পলাশ চক্রবর্তী প্রমূখ।

(আরএম/এলপিবি/সেপ্টেম্বর ০৫, ২০১৫)