গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার সকালে বন্যার পানি বের করে দেওয়ার জন্য একটি কালর্ভাটের বন্ধ মুখ খুলে দেওয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে আমতলী গ্রামের তাতা মিয়া (৬৭), জালাল মিয়া (৬৫), আব্দুস সামাদ (৫০), জনি (১৫) কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ-আমতলী সড়কের আমতলী নামকস্থানে পূর্ব থেকেই বন্ধ থাকা একটি কার্লভাটের মুখ বন্যার পানি বের করার জন্য কামারপাড়া গ্রামের লোকজন খুলতে যান। এসময় আমতলী গ্রামের লোকজন তাতে বাঁধা দেয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(এসএমডি/এলপিবি/সেপ্টেম্বর ৫, ২০১৫)