জকিগঞ্জ(সিলেট)প্রতিনিধি:সিলেট বিভাগীয় পুলিশের ডিআইজি মিজানুর রহমান বলেছেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনতা পুলিশের কাছাকাছি আসতে পেরেছে। বাংলাদেশে এখনো পুলিশের সদস্য ঘাটতি রয়েছে।

কমিউনিটি পুলিশ অপরাধ দমনে পুলিশকে সহায়তা করবে। পুলিশ কর্মকর্তাদের পুলিশী আচরণ পরিবর্তন করে মানুষের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশ এখন পরিবর্তনশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে তৃণমূল মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। আগামীতে পুলিশও ইউনিয়ন পর্যায়ে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করবেন। অপরাধীদের কমিউনিটি পুলিশিং এর সাথে সর্ম্পক নেই জানিয়ে তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশের কমিটিতে কোন বির্তকিত লোক থাকলে তাদের বাদ দিতে হবে। প্রতি মাসে একেকটি ইউনিয়নে জনসচেতনা মূলক সভা করতে হবে।

বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদস্যদের বক্তব্যে শুনে ডিআইজি মিজানুর রহমান কালিগঞ্জের খাসেরা গ্রামকে এক মাসের মধ্যে মাদক মুক্ত করার নির্দেশ দেন। জকিগঞ্জ ও কালিগঞ্জ বাজারে ট্রাফিক পুলিশ মোতায়নের আশ্বাসও তিনি প্রদান করেন।

গতকাল শনিবার জকিগঞ্জে কমিউনিটি পুলিশং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসানের সভাপতিত্বে ও জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, আব্দুস ছাত্তার, আব্দুর রশিদ, আবু জাফর মোঃ রায়হান, কবির আহমদ, প্রেসক্লাব সভাপতি এম.এ মালেক চৌধুরী মকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, সাংবাদিক রহমত আলী হেলালী, জকিগঞ্জ ইউপি কমিউনিটি পুলিশিং এর সভাপতি খলিল উদ্দিন, সদস্য সচিব তুতিউর রহমান, বারহাল কমিউনিটি পুলিশিং সভাপতি মানিক মিয়া, মানিকপুর ইউপির সদস্য সচিব আব্দুল হাই, বারঠাকুরী ইউপি কমিউনিটি পুলিশিং সদস্য সচিব ডা. বিভাকর দেশমূখ্য প্রমুখ।

(এসকেপি/এসসি/সেপ্টেম্বর ০৫,২০১৫)