স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমাবেশে যোগ দিতে যেকোনো মুর্হূতে বাসা থেকে বের হতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বাসভবনের সামনে এরইমধ্যে প্রটোকলসহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার সকাল ৯টার দিকে খালেদা জিয়ার জন্য পুলিশের একটি প্রটোকল গাড়ি আসে।
তবে এ সময় পর্যন্ত বিএনপি নেত্রীর বাসার সামনে কোনো নেতাকর্মী বা আইনজীবীদের দেখা দেখা যায়নি।

সারাদেশে অপহরণ, গুম, হত্যার প্রতিবাদে ও নারায়ণগঞ্জে সেভেন ‘মার্ডার’ ঘটনায় খুনিদের গ্রেফতারের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের ডাকা মহাসমাবেশে শনিবার সকাল ৯টায় যোগ দেওয়ার কথা ছিল খালেদা জিয়ার।

কিন্তু পুলিশ সুপ্রিম কোর্টের সব ফটকে তালা লাগিয়ে দেওয়ায় প্রবেশ করতে পারছে না কোনো আইনজীবী। এরই মধ্যে মাজার গেট থেকে ২ আইনজীবীকে আটকও করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সমাবেশ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

(ওএস/জেএ/মে ২৪, ২০১৪)