গাইবান্ধা প্রতিনিধি: টানা দু’সপ্তাহের এই অকাল বন্যায় বিশেষ করে মরিচ, রোপা আমনসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় মরিচসহ সকল শাকসবজির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে হাট-বাজারে মাছের চাহিদা সরবরাহ কমে যাওয়ায় মাছ সংকট চরম আকার ধারণ করেছে।

বন্যার কারণে মরিচ ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রতি কেজি মরিচ জেলার হাট-বাজারগুলোতে এখন ২শ’ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। অথচ দু’সপ্তাহ আগেও প্রতি কেজির মূল্য ছিল মাত্র ৪০ থেকে ৫০ টাকা। সেই সঙ্গে অন্যান্য সবজির মূল্য দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি পিয়াজ ৪০ থেকে ৪৫ টাকা মূল্যে বিক্রয় হলেও বর্তমানে পিয়াজের মূল্য ১শ’ থেকে ১শ’ ২০ টাকা মূল্য বৃদ্ধি পায়। তবে এসময় জরুরী ভিত্তিতে ভারত থেকে পিয়াজ আমদানি করা হলে এখন প্রতি কেজি পিয়াজ এ জেলায় ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বন্যার কারণে যে সমস্ত সবজির মূল্য দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে সেগুলো হলো বেগুন ৪৮, পটল ৪০, কচু ২৫, পেঁপে ২৪, ঝিঙা ও করলা ৪৮, দেশী করলা ৮০, বরবটি ৪৮, পাতাকপি ৬০, আদা ১২০, রসুন ১২০, সুট মরিচ ২০০, লালশাক ৩২।

(আরআই/এলপিবি/সেপ্টেম্বর ৬, ২০১৫)