নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ফেসবুকে নিজস্ব আইডিতে বন্ধুর অশ্লীল ছবি পোষ্ট করার দায়ে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে। রবিবার তাকে নওগাঁ আদালতে সোপর্দ্দ করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক জানান, উপজেলা সদরের নজিপুর পলিপাড়া এলাকার মৃত আজাহার আলীর পুত্র রবিউল ইসলাম (২৮) ও উপজেলার মহেষপুর গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র সাখাওয়াত হোসেন স্থানীয় একটি ক্লিনিকে এক সঙ্গে চাকুরি করা কালীন গোপনে সাখাওয়াতের ঘুমন্ত অবস্থায় কিছু অশ্লীল ছবি ওঠায় এবং সেই ছবি রবিউল তার নিজস্ব ফেসবুক আইডিতে পোষ্ট করলে সাখাওয়াত গত ৩০ আগষ্ট (রবিবার) তা জানতে পেরে তাৎক্ষনিক সে থানায় একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে পত্নীতলা থানার এসআই আসাদুজ্জামান সঙ্গিয় ফোর্সসহ শনিবার সন্ধ্যায় তথ্য ও প্রযুক্তি আইনে উক্ত রবিউলকে আটক করেন।

(পিকেএস/এলপিবি/সেপ্টেম্বর ৬, ২০১৫)