স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেসক্লাবে আইনজীবীদের সমাবেশে পৌছেছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। বেলা সোয়া ১২টার দিকে তিনি সেখানে পৌছান।

খালেদা জিয়া প্রেসক্লাবে পৌছামাত্র সেখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল ১০টায় এই সমাবেশ হওয়ার কথা ছিলো। কিন্তু শুক্রবার রাত থেকেই সেখানে অবস্থান নেয় পুলিশ। পুলিশি বাধায় শেষ পর্যন্ত আইনজীবীরা সেখানে সমাবেশ স্থগিত করে প্রেসক্লাবে এসে সমবেত হন।

কার্যত শনিবার সকাল থেকে প্রেসক্লাব এলাকায় বিএনপিমনা আইনজীবীরা জড়ো হতে থাকলেও
আনুষ্ঠানিকভাবে বেলা এগারোটার দিকে সমাবেশ শুরু হয়।

প্রেসক্লাব মিলনায়তনের এই সমাবেশে আরো ইপস্থিত আছেন , বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, নারায়ণগঞ্জ বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়াসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।

(ওএস/জেএ/মে ২৪, ২০১৪)