গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী ও শ্বাশুড়ীর নির্যাতনে গুরতর আহত  রিনা খাতুন (২২) নামের এক গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মুত্যুর অভিাযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা  দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে, জানা গেছে ৫/৬ বছরপুর্বে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের রমজান আলীর কন্যা রিনার সাথে একই ইউনিয়নের কমল নারায়নপুর গ্রামের আছাব আলীর পুত্র রেজাউলের সাথে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা কারণে অকারণে তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিল। গত শুক্রবার বিকেলে রিনা তার ননদের একটি কলা গাছের পাতা কেটে ভেড়াকে খেতেদেয়। কলা গাছের পাতা কাটায় ননদ ও শ্বাশুড়ী রিনাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে ননদের কোদালের আঘাতে গুরুত্বর আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন শনিবার পুনঃরায় রিনাকে তার স্বামী শ্বাশুড়ী ও নদদ মিলে আবারো মারপিট করে। এতে সে সংজ্ঞাহীন হয়ে পরলে তার মুখে বিষ ঢেলে ঘটনা অন্যখাতে প্রবাহিত করতে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভত্তি করে। রিনার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায়।

এব্যাপারে ৪জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

(এসআরডি/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৫)