মংলা প্রতিনিধি: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মংলা এডিপির ত্রিশ বছরের কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে মংলার শেলাবুনিয়ার সেন্ট পল্স মিশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন মংলা এডিপির ম্যানেজার বাবুল খান জানান সুদীর্ঘ ত্রিশ বছর ধরে মংলা উপজেলার অন্তর্গত পাঁচটি ইউনিয়ন ও পৌরসভায় নারী, শিশু ও হতদরিদ্র জনগণের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মংলা এডিপি অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। সময়ের পরিক্রমায় মংলা এডিপির কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হবে। মংলায় ওয়ার্ল্ড ভিশনের ত্রিশ বছরের কার্যক্রমের সমাপনী উপলক্ষ্যে আজ সকাল ১০টায় সেন্ট পল্স মিশন হল রুমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সাউদার্ন রিজ্ওিনাল ডিরেক্টর অতুল ম্রং।

(এমএনএ/এলপিবি/সেপ্টেম্বর ০৮, ২০১৫)