নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাট বাড়ি থেকে তারেক খান টুটুল (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার সকাল ১১টায় ফতুল্লার ব্যাংক কলোনি এলাকায় হাবিবুর রহমানের মালিকানাধীন ফ্ল্যাট বাসার বারান্দা থেকে পুলিশ লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত টুটুল ঢাকার হাতিরপুল এলাকার আমিনুল এহসান খানের ছেলে। তিনি শেয়ার ও ঝুটের ব্যবসা করতেন। ওই ফ্ল্যাট বাসায় তিনি একাই বসবাস করতেন।

হত্যাকাণ্ডের মোটিভ বের করার চেষ্টা চলছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আসাদুজ্জামান।

(ওএস/এইচআর/মে ২৪, ২০১৪)