সাতক্ষীরা প্রতিনিধি:  মন্ত্রীপরিষদের সভায় ৮ম জাতীয় বেতন স্কেল সর্বসম্মতিক্রমে পাশ হওয়ায় ও এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভূক্ত হওয়ায় এবং গত ১লা জুলাই’১৫ থেকে কার্যকরী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহবায়ক অধ্যক্ষ ইউনুস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি ও জেলা ফ্রন্টের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম, অধ্যক্ষ খান আশরাফ আলী, বিএম শামসুল হক, আব্দুল ওহাব আজাদ, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ আজিজুর রহমান।

এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক পবিত্র মোহন দাশ, উপাধ্যক্ষ ময়নুল হাসান, প্রভাষক লুৎফর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে শিক্ষকরা একটি বণার্ঢ্য আনন্দ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বাকশিসের সাধারণ সম্পাদক ও জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী মোবাশ্বেরুল হক জ্যোতি।

(কেজেএ/এলপিবি/সেপ্টেম্বর ৮, ২০১৫)