লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মাহমুদ শেখ (৩৮)র ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দূর্বৃত্ত।

গুরুতর আহত মাহমুদ শেখ বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনায় মাহমুদের স্ত্রী কাজলী বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করলেও পুলিশ কোন আসামীকে আটক করতে পারে নাই। এ ঘটনায় ওই এলাকায় চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছালাম শেখের কবুতর চুরিকে কেন্দ্র করে একই গ্রামের রজব আলীর সাথে বাক-বিতন্ডা ও দ্বন্ধের সৃষ্টি হয়। এর জের ধরে গত ১০ মে সকাল ৭টার দিকে ছালাম শেখ সমর্থিত লোকজনদের সাথে রজব আলী সমর্থিত লোকজনদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের কমবেশী ৮ জন আহত হয়।

গত ১০ মে বিকালে মাহমুদ শেখ গুরুতর আহত চর শালনগর গ্রামের হাসু মিয়ার স্ত্রী ছালমা বেগম সহ অন্যান্যদের দেখার জন্য নড়াইল সদর যান। সেখান থেকে মাহমুদ নিজ গ্রামে ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে আফিল গেট নামক স্থানে পৌঁছালে চর শালনগর গ্রামের আবু সাঈদের ছেলে পিকুল, আবু বক্কর মোল্যার ছেলে ফুল মিয়া ওরফে জাহিদের নেতৃত্বে ভুলু মোল্যা, মিন্টু মিয়া, টিটুল, ইস্রাফিল, হিরু শেখ, শাহবুদ্দিন, রুবায়েদ, মিলন, ইকলাস, মাসুদ, সাইফুল সহ ১২/১৫ জনের একদল সন্ত্রাসী রাম দা, লাঠি, লোহার রড নিয়ে মাহমুদের ওপর চড়াও হয়ে তাকে বেদম মারপিট করে।

এরপর সন্ত্রাসীরা মাহমুদকে পার্শ্ববর্তী মোশাররফ মোল্যার বাড়ীর পশ্চিম পাশের রাস্তার ওপর নিয়ে পুনরায় মারপিট করে গুরুতর আহত করে। হামলায় মাহমুদের দু চোখ, হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়। এলাকাবাসী আহত মাহমুদকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মাহমুদের স্ত্রী কাজলী বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন । পরবর্তীতে মাহমুদকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহমুদের স্ত্রী কাজলী বেগম সাংবাদিকদের বলেন, আমি আমার স্বামীর ওপর হামলার ঘটনায় জড়িতদের আটক ও শাস্তি চাই। শালনগর ইউপি’র চেয়ারম্যান মো: লাবু মিয়া বলেন, ইউপি মেম্বর মাহমুদের ওপর হামলার ঘটনা সত্যিই দুঃখজনক। এর সাথে জড়িতদের শাস্তি পাওয়া উচিত।

তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মন্ডল শনিবার মুঠোফোনে জানান, ঘটনার পর আসামীরা গা ঢাকা দিয়েছে। এবং তাদের আটকের চেষ্টা চলছে।

(আরএম/জেএ/মে ২৪, ২০১৪)