রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গুনিজন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও শারমীন আলম, বিশিষ্ট শিক্ষানুরাগি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, বেল্লাল হোসেন ভুইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি ছফি উল্যা খাঁন, রায়পুরের সভাপতি শামছুত্তাওহিদ, অধ্যক্ষ্ মাওলানা মুনসুর আহম্মদ,ও শিক্ষভ অফিসার ইসমাইল তারেক, উপাধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন ও আলমগীর হোসেন মাস্টার।

অনুষ্ঠান শেষে অতিথিরা মরহুম রাষ্ট্রপতিপ মোহাম্মদ উল্যা পরিবারের কাছে মরনোত্তর সম্মাননা, ১৬জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, এবং ১৯৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, ও সমাজসেবকসহ প্রায় ৫শতাধিক বিভিন্ন পেশাজীবী অংশগ্রহন করেন।

(পিকেআর/জেএ/মে ২৪, ২০১৪)