গাইবান্ধা প্রতিনিধি: ঘাঘট নদীর বন্যার পানির তোড়ে গোদারহাট সংলগ্ন গাইবান্ধা শহর রক্ষা সোনাইল বন্যা নিয়ন্ত্রন বাঁধটি ভেঙে যাওয়ায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এতে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাঁধটি ভেঙে যাওয়ায় ওইসব এলাকার কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন, বীজতলা, শাকসবজি ক্ষেত তলিয়ে গেছে এবং মাছের খামারের পুকুরগুলো উসলে চাষকৃত সব মাছ পানিতে ভেসে গেছে। এই অসময়ে বাঁধ ভাঙা পানিতে আমন ধান ও বীজতলা তলিয়ে যাওয়ায় আর কোন চাষের সুযোগ না থাকায় কৃষকরা চরম বিপাকে পড়েছে। বন্যার পানিতে গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়কটি তলিয়ে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগে কবলে পড়তে হচ্ছে। বন্যা কবলিত ওইসব এলাকার মানুষরা বিশুদ্ধ পানি, শুকনো খাবার, টয়লেট সমস্যা, গো-খাদ্য সংকটসহ নানা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড আরও জানায়, বুধবার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কিছুটা হ্রাস পেলেও এখনও ব্রহ্মপুত্র বিপদসীমার ২৮ সে.মি. এবং ঘাঘট বিপদসীমার ২৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে করতোয়া ও তিস্তার পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

(আরএই/এলপিবি/সেপ্টেম্বর ৯, ২০১৫)