মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে মহিলা জামায়াতের রোকনসহ ১২ কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের কাসারীপাড়ার জুয়েলার্স ব্যবসায়ী এনামুল হকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে জামায়াতের কিছু জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ।

আটক নারীরা হলেন-গৃহকর্তা এনামুল হকের স্ত্রী মেহেরপুর পৌর জামায়াতের রোকন রশিদা খাতুন (৫৫), স্টেডিয়ামপাড়ার রাবেয়া খাতুন (৫৫), জয়নব খাতুন (৫৫), রেনু খাতুন (৪৭), থানাপাড়ার হাসিনা খাতুন (৪৫), আমেনা খাতুন (৩০), কাসারীপাড়ার রাশেদা খাতুন (৪০), পৌর ঈদগাহপাড়ার রিজিয়া খাতুন (৫৬), আনোয়ারা খাতুন (৩৫), পেয়াদাপাড়ার নাছিমা খাতুন (৪০), হোটেল বাজারের রিজিয়া খাতুন (৪৫) ও মণ্ডলপাড়ার তাহেরা খাতুন (৪৫)।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম (এসপি) জানান, মহিলা জামায়াতের বৈঠকের খবর পেয়ে স্বর্ণ ব্যবসায়ী এনামুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গৃহকর্তা এনামুল হকের স্ত্রী পৌর মহিলা জামায়াতের রোকন রশিদা খাতুনসহ ১২ কর্মীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জামায়াতের সাংগঠনিক কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

অপরাধ পর্যালোচনা করে আটক নারী কর্মীদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)