দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-১৫ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার।

উক্ত মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আঃ রহিম। জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, মেয়র শ ম জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ। মেলায় মোট ত্রিশটি ষ্টল স্থান পায়।

(এনএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)