কক্সবাজার প্রতিনিধি : যোগাযোগমন্ত্রী ওবাদুল কাদের এমপি বলেছেন, ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নিমার্ণ কাজ শেষ করা হবে।

আর এপ্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ যথা সময়ে বরাদ্দ প্রদান করা হবে বলে জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল এমপি।
শনিবার সেনাবাহিনীর অধিনে নির্মাণাধিন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন শেষে ২ মন্ত্রী এ কথা বলেন।
পরিদর্শন কালে সেনাবাহিনীর কর্মকর্তারা মন্ত্রীকে প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন।
এসময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২২ বছর ধরে ৮৪ কিলোমিটারের একটি সড়ক নিমার্ণ শেষ না হওয়া অত্যন্ত দু:খজনক। বর্তমান সরকার ২০১৫ সালের মধ্যে টেকনাফ পর্যন্ত এ সড়কের কাজ শেষ করতে চাই। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি কক্সবাজার-বান্দরবন নিয়ে সরকারের অর্থনৈতিক জোন বাস্তবায়ন করার প্রক্রিয়া এগিয়ে যাবে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নারায়াগঞ্জ ও ফেনীর ঘটনার দায় সরকার এড়াতে পারেন না। এর দায় নিয়ে সত্য উন্মোচন করে দোষীদের শাস্তি প্রদান করাই সরকারের কাজ।
শামীম ওসমান ও নুর হোসেনের ফোনালাপের বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি সত্য হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় দলীয় কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেয়া প্রশ্ন উঠে না।
পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল বলেন, একটি অর্থনৈতিক জোন হিসেবে কক্সবাজারকে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সকলের সহযোগী প্রয়োজন।
ওই সময় সেনাবাহিনীর ব্রিগিডিয়াল ওহাব, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ান বিভাগের মেজর জেনারেল মো. আবদুল কাদির, ১৬ ইসিবি’র অধিনায়ক নুর হোসেন, মেরিন ড্র্রাইভ সড়কের প্রকল্প কর্মকর্তা এসএম আশিকুরজাম্মানসহ কর্মকর্তা ছাড়ায় প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রীকে প্রকল্প সম্পর্কে বলা হয়, কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত তিনটি ভাগে ভাগ করে প্রকল্পের কাজ চলছে। বর্তমানে দ্বিতীয় ভাগের কাজ শেষ দিকে।
(টিটি/এএস/মে ২৪, ২০১৪)