পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার চরের রেকর্ডি ও সরকারি কার্ডের বন্দোবস্ত পাওয়া জমি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে হামলা-সংঘর্ষে অন্তত: ৮জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরগরবদী এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুমকি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া পানচি চরে সরকারি কর্ডের বন্দোবস্ত পাওয়া কার্ডধারী মালিক ও দাবিকৃত রেকর্ডীয় মালিকদের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রেকর্ডি জমির মালিক মো. নুরুল ইসলাম তার নিজ জমিতে চাষাবাদ করতে গেলে কার্ডধারী নিজেকে জমির মালিক বলে দাবি করে আঃ রাজ্জাক মৃধা ,কালূ মৃধার গংদের নেতৃত্বে ৮-১০ জনের একটি দুবৃর্ত্ত দল তাদের উপর আর্তকিত হামলা চালায় এতে উভায় পক্ষের মধ্যে মুখোমুখি হামলা-সংঘর্ষে মুক্তিযোদ্ধা রাজ্জাক মৃধা (৭০), রুহুল আমিন (৩২), আইয়ুব খান (১৯) এবং নুরুল ইসলাম খান (৬৫)সহ অন্তত: ৮ জন গুরুতর আহত হয়েছে। আহতদের দুমকি ও পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আযম খান ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(এসডি/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)