নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আদিবাসী গৃহবধুকে অপহরণের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে ৪ মহিলাসহ ৭ জন আহত হয়েছে।

ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউপির প্রত্যন্ত এলাকা সাদাপুর (জিগাবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নিয়ামতপুর উপজেলার লতিফপুর গ্রামের জনৈক ইউনুস আলীর ছেলে সাইদুলসহ ৮/৯ জন মুখোশধারী ব্যক্তি সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় সাদাপুর জিগাবাড়ীর শম্ভুর স্ত্রী দিপালীকে (৩৫) অপহরণের চেষ্টা চালায়। এ সময় বাড়ির অন্যান্য সদস্যরা দেখতে পেয়ে তাদের বাধা দেয়ার চেষ্টা করলে সাইদুরসহ ৮/৯ জন মুখোশধারী তাদের হাতে থাকা লাঠি, হাসুয়া, গাছের ডাল, বাঁশ দিয়ে আক্রমন করলে শম্ভুর স্ত্রী দিপালী (৩৫), দ্বিজেনের স্ত্রী জোসনা (৪০), তপনের স্ত্রী সেফালী (২২), স্বপনের স্ত্রী কল্পনা, খগেনের ছেলে তপন (২২) স্বপন (২৫), ও শ্রীরামের ছেলে গোপেশ আহত হয়। এদের মধ্যে দিপালী, জোসনা, সেফালী, তপন ও গোপেশকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনায় আহত তপন জানায়, সাইদুরের জমি তাদের বাড়ির পাশে রয়েছে। সেই জমি নিয়ে তার সঙ্গে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। ওই দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার বিকেলে সাইদুর নিজে ও কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী মুখোশ পড়ে এসে দিপালীকে অপহরণ করার চেষ্টা করে।

এ বিষয়ে নিয়ামতপুর থানায় ওসি ওবাইদুল হক বলেন, এমন কোন অভিযোগ কেউ থানায় করেনি। তবে অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ১১, ২০১৫)