বান্দরবান প্রিতিনিধি : বান্দরবানে রোটারী ক্লাব ও সেনা জোনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এসময় বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, সদর সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মো. ইরফানুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য পৌর মেয়র জাবেদ রেজাসহ সামরিক-বেসামরিক উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, অসচেতনতার কারণে পার্বত্যাঞ্চলের অধিকাংশ মানুষ সঠিক সময় চিকিৎসা সেবা নেয় না। ফলে রোগ মারাত্বক অবস্থায় চলে গেলে অন্য উপায় না দেখে ডাক্তারের শরণাপন্ন হয়। রোগ সম্পর্কে অজ্ঞতার কারণে মৃত্যুর ঝুকিও বাড়ছে। বিশেষ করে নারীরা স্বাস্থ্য বিষয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে। নারী মৃত্যুর ঝুঁকি কমাতে প্রত্যন্ত অঞ্চলের সব বয়সী নারীদের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।
এদিকে উক্ত মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসক টিম,চট্টগ্রাম ও বান্দরবানের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা ক্যাম্পে ২ হাজারের অধিক রোগী, হৃদরোগ, স্তন ক্যন্সার, সার্জারী, শিশুরোগ, প্রসুতি ও স্ত্রীরোগ, নাক-কান গলা, মেডিসিন এবং চর্ম ও যৌন রোগের চিকিৎসা সেবা পেয়েছেন।
(এএফবি/এএস/মে ২৪, ২০১৪)