সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে অচেতন অবস্থায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিবিৎসক।

শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুলের হানিফ হোটেলের সামনে থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, কোরবানী ঈদে পরিবার পরিজনের সাথে ঈদ করতে শুক্রবার রাতে ঢাকার গাবতলি থেকে বগুড়ার উদ্দেশ্যে ট্রাকে রওনা হয় ৭ জন। পথিমধ্যে ট্রাকে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা তাদেরকে স্যালাইনের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে তাদের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদেরকে অচেতন অবস্থায় হাটিকুমরুলের হানিফ হোটেলের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের সবার বাড়ি বগুড়া জেলায় শেরপুর উপজেলার বানিয়াগাঁতীতে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(এসএস/এলপিবি/সেপ্টেম্বর ১২, ২০১৫)