প্রকৃতির দান শরৎকাল

ষড়ঋতুর ভীড়ে শরৎ এসেছে ফিরে,
শরৎতের বাতাস বইছে প্রকৃতি জুড়ে।
কাননে কাননে আজ লেগেছে ফুলের মেলা,
ভাল লাগে নদীর ধারে কাশফুলের দোলা।

ভাল লাগে শরৎতের শাপলা,
আর ফুলে ভরে ওঠা শিউলি, বকুলতলা।
ভাল লাগে ঘাসের উপর জমে থাকা শিশিরের কনা,
আর শরৎ এ সিক্ত সকালবেলা।

ভাল লাগে যখন তাল গাছের ডগায় বাবুই করে খেলা,
আর আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা।

লেখক : দশম শ্রেণীর ছাত্র