নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর বিষ পানে অসুস্থ স্বামী অবশেষে ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার মারা গেছে।

বিষপানে গুরুতর অসুস্থ স্বামী দুলাল চন্দ্র বর্মন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দিন বেলা ১১টার দিকে মারা যায় বলে থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ জানান।

গত সোমবার উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর গ্রামের দুলাল চন্দ্র বর্মন তার স্ত্রী সুখী রানী বর্মনকে (৪০) বেলা ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে খড়ির চেলা দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিক্যালে নেয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু ঘটে। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বামী দুলাল চন্দ্র বর্মন ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় দুলালকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সে মারা যায়।

এ দুটি পৃথক ঘটনায় মহাদেবপুর থানায় একটি হত্যা ও অপরটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ১২, ২০১৫)