মদন (নেত্রকোণা) প্রতিনিধি: স্কুলে যাওয়া-আসার পথে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার অভিযোগে নেত্রকোণার মদনে শনিবার দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসনপুর গ্রামের মাসুদ মিয়ার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী শনিবার সকালে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে যাবার পথে দুই বখাটে মেয়েটিকে উত্ত্যক্ত ও অপহরণ করার চেষ্টা করলে মেয়েটি দৌঁড়ে স্কুলে ঢুকে শিক্ষকদেরকে ঘটনা জানায়।

পরে বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীরা দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ধৃত বখাটে সোনাখালি গ্রামের আব্দুল গাজির ছেলে মাজাহারুল(১৮) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে তানভীর (১৮) এর নামে নারী ও শিশু নির্যাতন আইনে ইভটিজিং মামলার প্রস্তুতি চলছে বলে মদন থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান জানান।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী জানায়, বখাটে তানভীর দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।

(এএমএ/এলপিবি/সেপ্টেম্বর ১২, ২০১৫)