পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর-বগুড়া মহাসড়কের ৪৮ শতক জায়গা গ্রামীন ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ‘গ্রামীন টেলিকম ট্রাষ্ট’ অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছে।

স্থাপনাটি উচ্ছেদ করতে রংপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্দেশ দিলেও প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রংপুর-বগুড়া মহাসড়কে রংপুর জেলা সদরের দক্ষিণে ১৫তম কিলোমিটারে মিঠাপুকুরের অভিরামপুরে ‘গ্রামীন টেলিকম ট্রাষ্ট’ ৮ একর ৩৫ শতক জমি ক্রয় করে। সেখানে প্রতিষ্ঠানটি তাদের সীমানা প্রাচীর নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটি সীমানা প্রাচীরের সাথে মহাসড়কের পশ্চিম পাশে স্লোপ দখল করে আরও একটি প্রাচীর নির্মাণ শুরু করলে রংপুর সওজ নির্মাণ কাজ বন্ধে বারংবার মৌখিক নির্দেশ দেয়। তারপরও প্রতিষ্ঠানটি তাদের কাজ অব্যাহত রাখায় রংপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী ১৭৬১ নং স্মারকে ৭ দিনের মধ্যে স্থাপনা উচ্ছেদের জন্য গ্রামীন টেলিকম ট্রাষ্ট’র ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ প্রদান করেন।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ইনচার্জ ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক বলেন- সরকার মহাসড়কের পাশে যে জমি অধিগ্রহন করেছে, তার কোন কাগজপত্র নেই। পাশাপাশি জনগণ অবৈধভাবে রাস্তা সংলগ্ন জায়গাটি ফাঁকা দেখলে দখল করতে পারে, তাই আমরা সীমানা প্রাচীর দিয়েছি।

সওজ’র নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন বলেন- মহাসড়কের পাশে সরকার ভুমি অধিগ্রহণ করে রেখেছে। কিন্তু প্রতিষ্ঠানটি উল্লেখিত স্থানে মহাসড়কের স্লোপের লম্বালম্বিভাবে ৪৮ শতক জায়গা অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছে। তারা নির্দেশ অমান্য করায় সওজ হাইওয়ে এ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হবে।

(জিকেবি/এলপিবি/সেপ্টেম্বর ১৩, ২০১৫)