মদন  (নেত্রকোণা) প্রতিনিধি: ইন্টারনেট পণ্য ও সেবার সুফল সর্ম্পকে তৃণমূল পর্যায়ের মানুষকে ধারণা দেওয়া এবং ইন্টারনেটে প্রসারের লক্ষ্যে রবিবার নেত্রকোণার মদন উপজেলার পাবলিক হল প্রাঙ্গনে দুইদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোছাইন আকন্দ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্ভোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে মেলার উদ্ভোধনী সভায় বক্তব্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. হারেছ, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ, সম্পাদক আবুল বাশার খান এখলাছ, সহকারী প্রোগ্রামার মঞ্জুরুল আলম, প্রধান শিক্ষক আক্কাছ উদ্দিন, প্রধান শিক্ষক সভাপতি ইসমাইল হোসেন ও পরিতোষ দাস প্রমুখ। মেলায় ১৫টি ইন্টারনেট ষ্টল বসে।

(এএমএ/এলপিবি/সেপ্টেম্বর ১৩, ২০১৫)