সাতক্ষীরা প্রতিনিধি: এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রামনগর বাগদীপাড়া ব্রীজের উপর থেকে তাকে অপহরণ করা হয়।

অপহৃতের নাম মোস্তাফিজুর রহমান ভুট্টো (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার রামনগর গ্রামের আনোয়ার সরদারের ছেলে।

রামনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, তার ভাই মোস্তাফিজুর রহমানের বাড়িতে ডিম পাড়া মুরগীর (লেয়ার) ফার্ম ও ডেয়ারী ফার্ম রয়েছে। এ ছাড়াও কালিকাপুর বিলে তার একটি চিংড়ি ঘের রয়েছে।

তিনি আরো জানান, শনিবার রাত ৯টার দিকে মোস্তাফিজুর একই গ্রামের অহমেদ আলীর ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল ইসলামকে নিয়ে বাড়ি ফিরছিল। আধ ঘণ্টা পর তারা রামনগর বাগদীপাড়া ব্রীজের উপর আসলে তিনটি মটর সাইকেলে কয়েকজন লোক তাদেরকে পথ আটকায়। এ সময় তাদের দু’জনকে জোর করে মটর সাইকেলে তুলে বন্দকাটির দিকে নিয়ে যায়। কিছুদূর যেয়ে তারা রফিকুলকে ছেড়ে দেয়। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও মোস্তাফিজুরকে আর পাওয়া যায়নি। কোন ব্যক্তি বা গোষ্টী মোবাইল ফোনে তাদের কাছে কোন মুক্তিপণও দাবি করেনি।

কালীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, উপপরিদর্শক খায়রুল ইসলাম ঘটনাস্থল থেকে ঘুরে আসার পর অপহরণের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে রবিবার বিকেল ৫টা পর্যন্ত এ নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।

(আরকে/এনএস/সেপ্টেম্বর ১৩, ২০১৫)