নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করে সরকারের ২২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমান চৌধুরী জানান, গত ১৫ জুলাই থেকে এ পর্যন্ত লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক অভিযান পরিচালনা শুরু হয়ে উপজেলার ৬টি ইউনিয়নে লাইসেন্সবিহীন ১১৪ টি মোটর সাইকেল আটক করে পুলিশ।

এর মধ্যে ১শ’ টি মোটরসাইকেলের অনুকূলে ফি বাবদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে রাজস্ব জমা হয়েছে ২২ লাখ টাকা এবং অবশিষ্ট ১৪ টি মোটর সাইকেল থানায় আটক রয়েছে। এতে উপজেলার শতকরা ৮০ ভাগ মোটরসাইকেল নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এরপর অবশিষ্ট আছে ২০ ভাগ। এসব মোটরসাইকেল আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

(বিএম/এনএস/সেপ্টেম্বর ১৩, ২০১৫)