মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের সার্বিক নামের যাত্রীবাহী বাসে চড়ে মালিগ্রাম আসার সময় শনিবার রাতে বাবা আয়নাল খান (৪৫) ও তার ছেলে নজরুল খান (২৫) অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে।

শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাদারীপুর থেকে সার্বিক গাড়িতে করে গরুর ব্যবসায়ী আয়নাল খান ও তার ছেলে নজরুল খান গরু কেনার উদ্দেশ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামের উদ্দেশ্যে রওয়া দেয়।

পথিমধ্যে অজ্ঞানপার্টির দেওয়া শসা খেয়ে বাবা-ছেলে গাড়ির মধ্যেই অচেতন হয়ে পড়ে। পরিবহণের লোকজন অসুস্থদের কাওড়াকান্দি ঘাটে নামিয়ে দেয়। এ সময় তাদের কাছে থাকা দুই লাখ আশি হাজার টাকা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে যায় বলে ব্যবসায়ীর ছেলে নজরুল ইসলাম দাবি করেন।

শরীয়তপুর জেলার পালং থানার তুলাতলা বাজারে তাদের গ্রামের বাড়ি বলে পুলিশ জানিয়েছে। অসুস্থর কারণে বাবা-ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের লোকদের হাতে তুলে দিয়েছে পুলিশ।

শিবচর থানার ইনচার্জ আবদুস সাত্তার মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এনএস/সেপ্টেম্বর ১৩, ২০১৫)