তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ নৃ-ভাষা বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে উপজেলা সাংস্কৃতিক ঐতিহ্য ও কমিউনিটি ম্যাপিং কর্মশালা সোমবার তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোত্রের বংশানুপরাক্রমে তাদের বিভক্তি ও তাদের নিজস্ব ভাষা জাতিসত্বা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা মহিলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, মাধাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সাঈদ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, আদিবাসী নেতা স্কুল শিক্ষক বিরেন্দ্র নাথ সরকার, সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা রিসোর্স কো-অর্ডিনেটর মোঃ মোজাম্মেল হক।

বক্তাগণ আদিবাসী সম্প্রদায়ের লোকজনের শ্রেণিবিন্যাস ও তাদের নিজস্ব ভাষা এবং গোত্র নিয়ে গবেষণার অংশ হিসেবে নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভাষা গোষ্ঠী, ধর্মগোষ্ঠী পেশাজীবি গোষ্ঠী নির্ণয় করাই এ কর্মশালার মুল লক্ষ্য ও উদ্দেশ্য।

এ গবেষণায় আদিবাসী সম্প্রদায়ের লোকজনের সঠিক গোত্র নির্ণয় করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

(এমএমএইচ/এলপিবি/সেপ্টেম্বর ১৪, ২০১৫)