নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপুরে নওগাঁ শহরে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি পেট্রোল পাম্প মালিকের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান। অভিযান পরিচালনার সময় শহরের মুক্তির মোড়ে অবস্থিত মেসার্স সাকিব ফিলিং ষ্টেশনে নিরাপত্তা বেষ্টনি না থাকায় ২ হাজার টাকা এবং শহরের বাইপাসে অবস্থিত মেসার্স অতিথি ফিলিং ষ্টেশনের পেট্রোল ওজনে কম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নগদ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিএসটিআই পরিদর্শক অনিমেষ মজুমদার এবং সদর থানার এসআই আব্দুল আনাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান জানান, কেরোসিন ও ডিজেল মিশ্রিত করে ভেজাল পেট্রোল এবং ওজনে কম দেয়ায় ক্রেতাদের সঙ্গে প্রতারনা করা হচ্ছে। এছাড়া ভেজাল পেট্রোল ব্যবহারে ক্রেতাদের ইঞ্জিনের ক্ষতিসাধিত হচ্ছে বলেও জানান তিনি।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৫)