তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সন্তানের এ্যাপেন্ডেসাইট অপারেশন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের হাফেজ আব্দুল জলিল (৪৫) নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টায় হাটিকুমরুল বনপাড়া বাইপাস সড়কের রামারচর নামক স্থানে সড়ক অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়েছে।

হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, হাফেজ আব্দুল জলিলের বড় ছেলেকে এ্যাপেন্ডিসাইট অপারেশনের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ডাক্তাররা তাকে গত সোমবার বিকেলে তাকে অপারেশন করে। অপারেশন শেষে আব্দুল জলিল বাড়ি ফেরার পথে সিএনজি যোগে তাড়াশের উদ্দেশ্যে রওনা হয়। সিএনজিটি সলংগা থানার রামারচরে বাইপাশ সড়ক অতিক্রম করার সময় রাজশাহীগামী কোচের ধাক্কায় সিএনজি আরোহী হাফেজ আব্দুল জলিল ঘটনাস্থলেই নিহত হয়।

হাফেজ আব্দুল জলিল তাড়াশ উপজেলা সংলগ্ন ভাদাস গ্রামের একটি বিশুদ্ধ কোরান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তার নামাজে জানা যায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। মঙ্গলবার তাকে ভাদাস কবরস্থানে দাফন করা হয়েছে।

(এমএমএইচ/এলপিবি/সেপ্টেম্বর ১৫, ২০১৫)