লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান নেলসন ম্যান্ডেলা শান্তি পদকে ভূষিত হয়েছেন।

সোমবার বিকালে ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর হল রুমে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করা হয়।

নেলসন ম্যান্ডেলা রিসার্চ কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি (এসবি) বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডঃ গোলাম মাওলা, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব এ্যাডভোকেট ডঃ মোঃ শাহজাহান, দৈনিক মানব কন্ঠের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল প্রমুখ।

পরে সামাজিক কর্মকান্ড, আইন শৃঙ্খলা ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ১৫ জনকে পদক প্রদান করা হয়।

(আরএম/এলপিবি/সেপ্টেম্বর ১৫, ২০১৫)