লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া পৌর শহরের জয়পুর আল-জামিয়াতুল দাখিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষক বেধড়ক পিটিয়েছেন ৬ষ্ট শ্রেণির একজন ছাত্রকে। তাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হলেও অভিযুক্ত ওই শিক্ষকের নিকট আত্মীয়রা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শনিবার মাদ্রাসা ছুটির পর জয়পুর আল-জামিয়াতুল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমান মাদ্রাসার আবাসিক ছাত্রদের রান্নার কাজে ব্যবহৃত জ্বালানী কাঠ ঘরে ওঠানোর জন্য ৬ষ্ট শ্রেণির ছাত্রদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ছাত্ররা ওই কাজটি সম্পন্ন করে। কাজ শেষে ৬ষ্ঠ শ্রেনির ছাত্র ছাব্বির মোল্যা (১২)ওই সহকারী শিক্ষককে ‘ক্বারী হুজুর’ বলে ডাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক ছাব্বিরকে জ্বালানী কাঠ দিয়ে বেধড়ক মারপিট করেন।মারপিটে ছাব্বিরের পিঠে ২ টি স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভর্তির পর হাসপাতালে সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য গেলে ওই প্রতিষ্ঠনের সুপার বদরুল আলম ও ওই শিক্ষকের ছেলে শিশির পরস্পর যোগসাজোগে আহত ছাব্বিরকে কৌশলে হাসপাতাল থেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। অভিযুক্ত শিক্ষক জিল্লুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মাদ্রাসা সুপার বদরুল আলম বলেন, অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
(আরএম/এএস/মে ২৪, ২০১৪)