সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের পারসেমারিতে দু’জলদস্যুকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শ্যামনগর থানার সহকারি উপপরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সুন্দরবনের নূরী বাহিনীর সদস্য শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের পারসেমারি গ্রামের হযরত আলি (৩০) ও একই গ্রামের ওবায়দুল্লাহ গাজী (৩৫) দীর্ঘদিন ধরে বনজীবীদের জিম্মি করে চাঁদা আদায় করে আসিছল। সোমবার সন্ধ্যার পরপরই তারা বাড়িতে যাওয়ার জন্য ৯নং সোরা গ্রামে পৌঁছালে ক্ষুব্ধ জনতা তাদেরকে ধাওয়ার করে পিটিয়ে হত্যা করে।

পুলিশ লাশ দু’টি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে স্বজনদের হাতে তুলে দিয়েছে।

এ ঘটনায় সহকারি উপপরিদর্শক বাদী হয়ে মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা ২০০/২৫০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা (৮নং) দায়ের করেছেন।

(আরকে/এলপিবি/সেপ্টেম্বর ১৫, ২০১৫)